Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

চির সবুজ-শ্যামলে ভরা, গিরিশৃংগরাজি এবং হ্রদ বেষ্টিত নয়নাভিরাম রাঙ্গামাটি  পার্বত্য জেলার মধ্যে রাঙ্গামাটি সদর একটি অন্যতম উপজেলা। এখানে মোট কৃষক পরিবারের সংখ্যা ৭৭৭৮ টি। এর মধ্যে বড় ৩%, মাঝারী ৩০%, ক্ষুদ্র ২৫%, প্রান্তিক ২৭% এবং ভূমিহীন রয়েছে ১৫%। এখানকার অধিকাংশ জমি উঁচু। জমি ব্যবহারের নিবিড়তা ১৩৪%। শস্য বিন্যাসের মধ্যে অন্যতম হলো বোরো-পতিত-রোপা আমন, বোরো-পতিত-পতিত, শীতকালীন সব্জি-পতিত-রোপা আমন ইত্যাদি। প্রধান প্রধান ফসলের মধ্যে রয়েছে ধান, আদা, হলুদ,আম,লিচু, আনারস, কাঁঠাল, কলা ইত্যাদি।

রাঙ্গামাটি সদর উপজেলা কৃষি অফিসটি উপজেলা পরিষদ কমপেস্নক্স, ভেদভেদী, রাঙ্গামাটিতে অবস্থিত। কার্যালয়ের ফোন নং : ০৩৫১-৬২৪৬২

http://sadar.rangamati.gov.bd